
লেখক ও অনুবাদক। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে এম এ করেছেন ১৯৯৪ খ্রিষ্টাব্দে। প্রকাশিত গ্রন্থের সংখ্যা সাত—সোমপ্রকাশ বাড়িতে নেই [গল্প ২০০১]; নারীঘটিত ব্যাপার স্যাপার [গল্প ২০০৯], রেবতী এক ব্যস্ত শহর [কবিতা ২০২৩], অনিবার্য কারণবশত [গল্প ২০২৪], আমি আবার আসব [থ্রিলার উপন্যাস ২০২৫], সমারসেট মমের অলেখা গল্প [রুশ উপন্যাসের অনুবাদ ২০২৫] ও নীলকমলের বাঘ [শিশুসাহিত্য ২০২৫]। তিনি বরিশাল কবিতা পরিষদের সাথে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন এবং সম্পাদনা করেছেন ছোটকাগজ ‘ঘাস’। বরিশাল থেকে প্রকাশিত দৈনিক বিপ্লবী বাংলাদেশ ও দৈনিক আজকের বার্তায় স্টাফ রিপোর্টার ছিলেন কয়েক বছর। উন্নয়নকর্মী হিসেবে দুই যুগের বেশি সময় কাজ করেছেন দেশের দুর্গম অঞ্চলগুলোর প্রান্তিক জনগোষ্ঠীর সঙ্গে।