
কবি ও প্রাবন্ধিক। মানকুণ্ডু হুগলী জেলার বাসিন্দা। প্রথম কবিতা প্রকাশিত হয় স্কুল ম্যাগাজিনে। স্বাধীনতা সংক্রান্ত কবিতা। বর্তমানে বিভিন্ন লিটল ম্যাগাজিনসহ বিভিন্ন পত্র-পত্রিকায় লিখছেন। অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা, বাংলাদেশসহ বিভিন্ন দেশের পত্রিকায তার কবিতা প্রকাশিত হয়েছে। তিনি হাইকু প্রভাকর, কাব্য সুধাকর, শরৎ সম্মাননা, নজরুল সম্মাননা, ম্যাৎসোয়া বাশো পুরস্কারসহ পেয়েছেন একাধিক সম্মাননা।