স্বপ্নভিড়ের যাত্রী ও অন্যান্য কবিতা

অ+ অ-

 

|| হৃদগোলাপের পাপড়ি ||

কত সবুজ...
মাঠে মাঠে কত কথা
কড়াইশুঁটির অনন্ত বিকেল
আর তুমি—
এখন অনেকটা নতুন হয়ে গেছো।
শহুরে আদব-কায়দায় জল ভরে নাও
মননে এখন উপন্যাস
কবিতা ঘুমিয়ে পড়েছে।
জাগাওনি তুমি
তোমার নরম ঠোঁটের চুম্বন আঁকোনি।
অভিমানী কবিতা এখন হেঁটে চলছে
সবুজ থেকে চির সবুজের পথে
প্রশস্ত পথ, ধানক্ষেত সবই বদলেছে
তবুও কোথায় যেন একটা গ্রাম, গোধূলির বিকেল 

সন্ধ্যের হ্যারিকেনে পুড়ে যায় হৃদগোলাপের পাপড়ি।

 

|| স্বপ্নভিড়ের যাত্রী ||

কত স্বপ্ন ভাঙছে
কত স্বপ্ন গড়ছে
কত স্বপ্ন হাত বদলে, পুড়ে যাচ্ছে নিশ্চয়ই।
চেয়ে দেখো—
ভোরের আকাশে
কত স্বপ্ন বদলে যাচ্ছে।
আমরাও বদলে যাচ্ছি
অনামি বন্দরে কত জাহাজ ভিরিয়েছে সময়কে।
যারা বদলে বদলে গেছে
তাদের সাথে দেখা হয় প্রতিদিন
কথা হয়, মানুষের ভিড়ে

হারিয়ে যায় স্বপ্নভিড়ের যাত্রী।

 

|| অভিরুচি ||

জমানো কত কথা ক্রমশ শেষ হয়ে আসছে
নীল রং কালো হতে হতে মিলিয়ে যাচ্ছে
কোনো অজানা দেশে
ব্যর্থতার শৈশব পরিপাক্ক যৌবন ফেলে
এখন একাকী অন্ধকারে
নিজেকে বদলাতে চায়
তোমার সব চাওয়া—
উদাসীনতার বিকেল আজ যাত্রা পথে
শুধু রঙ বদলে যায়
বদলে যায় নিজেকে চেনার অভিরুচি।


|| নতুন ভাবে ||

নতুন থেকে চির নতুনের পথে আমরা হাঁটছি সবাই
আগে পরে সামনে পিছনে
মুখোশ থেকে মুখ
মুখ থেকে মুখোশ
ধারাবাহিক সৃজনে সব কিছু বদলে যাওয়া
কান্না বিভোর মুখ
অনন্ত বিকেল
তুমি-আমি
আকাশ বুকে লেখা পায়রার ওঁম
সব যেনো নতুনভাবে সাজে

ইতিবৃত্তে আলো কথা লিখে যায় আমার ব্যালকনির সময়।