
কবি ও অনুবাদক। জন্ম ১৪ জানুয়ারি ১৯৭০ সালে, নাটোর জেলায়। কবিতাগ্রন্থ ১৮টি, বাঙলায়নকৃত কবিতাগ্রন্থ ৪টি। ২০০৮ সাল থেকে, ‘পোয়েট ট্রি’-নামক একটি অনিয়মিত কবিতাকাগজ সম্পাদনা করেন। উল্লেখযোগ্য কবিতাগ্রন্থ: প্রকৃত সারস উড়ে যায় [২০০০]; সার্কাসমুখরিত গ্রাম [২০০১, ২০০৪]; খুনঝরা নদী [২০০৫]; শ্রেষ্ঠ কবিতা [২০০৮, ২০১৭]; গোত্রভূমিকাহীন [২০০৮]; দুঃখ এবং আরও কিছু আনন্দ [২০০৯]; ব্রজসুন্দরীর কথা [২০১২]; প্রণয় সম্ভার [২০১৪]; শতরথগুঞ্জন [২০১৬]; অর্ধশতদল [২০২৫]। বাঙলায়নকৃত কবিতাগ্রন্থ: অধিকৃত ভূখণ্ডের কবিতা [ফিলিস্তিনী কবিতা: ২০১২]; কবিতার ত্রিভুবন [টোমাজ ট্রান্সট্রুমার, আদোনিস ও কো উন-এর নির্বাচিত কবিতা: ২০১২]; নোবেলজয়ীদের কবিতা [২০১৪, ২০১৮]। একমাত্র সম্পাদনাগ্রন্থ: বিশ শতকের বাঙলাকবিতা [২০০৯]। বাংলাদেশ সরকারের নির্বাহী বিভাগে কর্মরত; পঞ্চদশ বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা। বর্তমানে তিনি স্থায়ীভাবে ঢাকায় বসবাস করছেন।