কবি ও গবেষক। জন্ম এবং বেড়ে ওঠা দিনাজপুর জেলার বিরামপুরে। একমাত্র কাব্যগ্রন্থ ‘ঘাসে ঘাসে রক্তফুল’ (২০২২)। তার কবিতার ইংরেজি অনুবাদ প্রকাশিত হয়েছে—অগ্নি, দ্য মালাহাট রিভিউ, দ্য লস এঞ্জেলস রিভিউ, টুপেলো কোয়ার্টালি, উসাওয়া লিটেরারি রিভিউ এবং দ্য ডেইলি স্টারে। পেশা হিসেবে খণ্ডকালীন গবেষণা বেছে নিয়েছেন। তিনি রোহিঙ্গা শরণার্থী, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু এবং দেশের পার্বত্য অঞ্চলে সুবিধাবঞ্চিত আদিবাসীদের সাথে কাজ করেছেন। সম্পৃক্ত আছেন মঞ্চনাটকের সাথে। বর্তমান বসবাস রাজধানী ঢাকায়।