
তথ্যপ্রযুক্তি বিষয়ক সাংবাদিক, লেখক ও নাট্যকার। সাংবাদিকতার পাশাপাশি সাহিত্যচর্চাও করেন। তবে তার আগ্রহের বিষয় মূলত তথ্যপ্রযুক্তি। প্রকাশিত বইয়ের সংখ্যা ২৬টি। উল্লেখযোগ্য উপন্যাস: ‘কল সেন্টারের অপরাজিতা’, ‘চরের মাস্টার কম্পিউটার ইঞ্জিনিয়ার’, ‘হ্যালো ডাক্তার আপা’, ‘ভালোবাসার হাট-বাজার’, ‘কেমন আছে ফ্রিল্যান্সার নাদিয়া’, শামীম হুসাইন: ফ্রিল্যান্সার গড়ার কারিগর’ ইত্যাদি। ইতিমধ্যে ‘তথ্যপ্রযুক্তির নায়ক’ সিরিজে তিনি তিনটি জীবনীগ্রন্থ প্রকাশ করেছেন, যা বেশ প্রশংসিত হয়েছে। প্রথমা প্রকাশনসহ স্বনামধন্য সব প্রতিষ্ঠান থেকে তার বই প্রকাশিত হয়েছে। ‘আউটসোর্সিং ও ভালোবাসার গল্প’ বইটি ফিলিপাইন থেকে ইংরেজি ভাষায় প্রকাশিত হয়েছে। সাহিত্যে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘আউটসোর্সিং ও ভালোবাসার গল্প’ বইয়ের জন্য জাতীয় ফ্রিল্যান্সিং অ্যাওয়ার্ড (২০১৯) এবং ‘কল সেন্টারের অপরাজিতা’র জন্য এসবিএসপি সাহিত্য পুরস্কার (২০২১) পেয়েছেন। বর্তমানে দৈনিক প্রথম আলোতে সাংবাদিকতা করছেন।