জাকিয়া শিমু

 

গল্পকার এবং শিক্ষক। জন্ম ২১ ফেব্রুয়ারি ১৯৭৮ সালে, বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলায়। গণিতে স্নাতকোত্তর পাশ করে মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা শেষে বর্তমানে শিক্ষকতা পেশায় নিযুক্ত। স্কুল-কলেজ ম্যাগাজিনে নিয়মিত লিখতেন। খেলাঘর-এ নিয়মিত ছড়া, গল্প ছাপা হতো। বর্তমানে বিভিন্ন পত্র-পত্রিকায় নিয়মিত লিখছেন। প্রকাশিত গল্পগ্রন্থবৃষ্টি ও বন্ধুর গল্প; জেসিকার নীল চিঠি ও অন্ধকার; বেলাশেষের বেলি; জরি; ফিরে দেখা; ফেরা, নীল বলপয়েন্ট এবং বাড়িটি আকাশে ভাসছে। 

যোগাযোগ

সাবস্ক্রাইব