
লেখক, গবেষক ও সম্পাদক। পৈত্রিক নিবাস বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর। প্রকাশিত কাব্যগ্রন্থ—মাটিলগ্ন ঘুম [২০০৮], অনপেক্ষ রসুনের ঝাঁজ [২০১১], অনেক রেখার একটি পাতা [২০১৮], নদীশাসন ভালো লাগে না [২০২৪]। গল্পগ্রন্থ—দরগাতলার বটগাছ [২০১৪], নাচনমহল [২০২৩]। অনুদিত গ্রন্থ—ফ্রয়েড আধুনিকতা উত্তর ঔপনিবেশিক সন্ত্রাস ও অন্যান্য প্রবন্ধ [২০১৬]। সাক্ষাৎকার গ্রন্থ—‘মানবতাবাদী’ সাহিত্যের বিপক্ষে : মাসরুর আরেফিন।। ইকতিজা আহসানের সঙ্গে আলাপ [২০২৩]। উপন্যাস—সর্বনামে ডাকি [২০২৫]। মাসিক ‘বিবিধ’ পত্রিকার সম্পাদক। এছাড়া তিনি অনিয়মিত লিটল ম্যাগাজিন ‘প্রান্তস্বর’ সম্পাদনা করেন।