আসাদুল ইসলাম


কবি ও নাট্যকার। জন্ম ১৬ জুলাই ১৯৭২ সালে, সাতক্ষীরা শহরে। পড়াশোনা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর। বিশ্ববিদ্যালয় জীবন থেকে থিয়েটারের সঙ্গে যুক্ত। ম্যাড থেটারের প্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালক। নিয়মিত মঞ্চে নাট্য নিদের্শনা ও অভিনয় করছেন। তার রচিত ও অনূদিত নাটক দেশে ও দেশের বাইরে মঞ্চস্থ হয়েছে। অনূদিত নাটক ‘ওয়েটিং ফর গডো’ ডকল্যান্ড থিয়েটার লন্ডনে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফর্মেন্স স্টাডিস বিভাগ পরীক্ষা প্রযোজনা হিসাবে ঢাকায় মঞ্চস্থ করেছে। উল্লেখযোগ্য রচিত নাটক দ্যা ম্যাড, ষড়ভুজ, প্রণয় যমুনা, নদ্দিউ নতিম, জন্ডিস অথবা হাফ লেডিস, রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া এবং অ্যানা ফ্রাঙ্ক। নিয়মিত লিখছেন নাট্যসমালোচনা। কবিতা ও নাটক মিলে প্রকাশিত বইয়ের সংখ্যা ১৯টি। ভারতের আসাম রাজ্য থেকে কবিতার বই ‘ঘুম ঘোড়ার জেগে থাকা দৌড়’ অসমীয় ভাষায় অনুবাদ হয়ে ‘নিদ্রামগ্ন ঘোঁরার জাগি থকা দৌর’ শিরোনামে প্রকাশিত হয়েছে। বর্তমানে বেসরকারি ব্যাংকে কর্মরত।

 

যোগাযোগ

সাবস্ক্রাইব