আহমাদ মোস্তফা কামাল

 

কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক। জন্ম ১৪ ডিসেম্বর ১৯৬৯। পড়াশোনা করেছেন পদার্থবিজ্ঞানে, স্নাতকসহ স্নাতকোত্তর এবং পিএইচ.ডি। লেখালেখির শুরু ৯০ দশকের গোড়া থেকে। গল্প, উপন্যাস, প্রবন্ধ ও গবেষণা মিলিয়ে তার মোট গ্রন্থের সংখ্যা ৩৫ টি। প্রথম গল্পগ্রন্থ দ্বিতীয় মানুষ। প্রথম উপন্যাস আগন্তুক। চতুর্থ গল্পগ্রন্থ ঘরভরতি মানুষ অথবা নৈঃশব্দ্য লাভ করেছে প্রথম আলো বর্ষসেরা বই ১৪১৩ পুরস্কার। দ্বিতীয় উপন্যাস অন্ধ জাদুকর ভূষিত হয়েছে এইচএসবিসি-কালি ও কলম পুরস্কার ২০০৯-এ, এবং তৃতীয় উপন্যাস কান্নাপর্ব ২০১২ সালের শ্রেষ্ঠ গ্রন্থ হিসেবে লাভ করেছে জেমকন সাহিত্য পুরস্কার ২০১৩। পেশাগত জীবনের শুরু থেকেই তিনি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন।

 

যোগাযোগ

সাবস্ক্রাইব