কবি ও গবেষক। জন্ম ২৯ ডিসেম্বর ১৯৬৩ সালে চাঁপাইনবাবগঞ্জ জেলায়। প্রকাশিত বই ৩১টি। উল্লেখযোগ্য কয়েকটি বই: নজরুল সংগীত: বাণীর বৈভব, স্বপ্নের হালখাতা, রমনার কোকিল, হিজলের সার্কিট হাউস, কুয়াশার বর্ণমালা, লীলাবতীর ঘাট ইত্যাদি। পুরস্কার: আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কার, কবিকুঞ্জ পদক, বগুড়া লেখকচক্র পুরস্কার, কাহ্নপা সাহিত্য পদক প্রভৃতি।