ঝিলম ত্রিবেদী

 

ভারতীয় বাঙালি কবি। জন্ম ১৯৮৪ সালের ২৯ ডিসেম্বর, ইছাপুর নবাবগঞ্জে। দর্শন নিয়ে পড়াশোনা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে। প্রকাশিত কাব্যগ্রন্থনিরুদ্দেশ সম্পর্কিত ঘোষণা (২০১৫), বৃষ্টি পড়া বাড়ি (২০২০), আখরোট (২০২১), অশ্লীল লেখা লিখবই (২০২৪) এবং সর্ষে (২০২৪)। দেশ অনলাইন সাহিত্যপত্রিকা আয়োজিত শ্রেষ্ঠ কবিতার স্রষ্টার খোঁজে প্রতিযোগিতায় প্রথম নির্বাচিত কবি-র সম্মান প্রাপ্তি। সম্প্রতি, সাহিত্য অকাদেমির দ্বিমাসিক পত্রিকা Indian Literature-এ তার কবিতার ইংরেজি অনুবাদ প্রকাশিত হয়েছে। তার কবিতা ইংরেজি ভাষা ছাড়াও হিন্দি, ওড়িয়া, তেলুগু, আরবি, ইতালীয়, মন্টেনেগ্রিন এবং স্প্যানিশ ভাষায় অনূদিত হয়েছে। কলম্বিয়ার লস্ আন্দিজ বিশ্ববিদ্যালয়ের স্প্যানিশ ভাষার অ্যান্থলজিতেও প্রকাশিত হয়েছে তার কবিতা। নিয়মিত লিখছেন তিনি বাংলাদেশ এবং ভারতবর্ষের বিভিন্ন পত্র-পত্রিকায়।

 

যোগাযোগ

সাবস্ক্রাইব