রাবিয়া সাহিন ফুল্লরা

 

কবি ও অনুবাদক। জন্ম ১৯৯৭ সালের ২ মার্চ, চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মাইটভাঙ্গা গ্রামে। রাজনীতি বিজ্ঞান নিয়ে পড়াশোনা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। প্রকাশিত কবিতার বইদরিয়ার ফুল (২০২১), দুই আনা সফর (২০২৪)। অনূদিত বইগ্যাব্রিয়েলা মিস্ত্রালের কবিতা (২০২৩), ফোরো ফারোখজাদের কবিতা (২০২৩), মরম আল মাসরীর কবিতা (২০২৫)। যৌথগ্রন্থখান আতাউর রহমানের গানের বই পাখি রে তুই দূরে থাকলে(২০২২)। নিয়মিত লিখছেন বিভিন্ন পত্র-পত্রিকায়।

 

যোগাযোগ

সাবস্ক্রাইব