সাহেদ বিপ্লব

 

লেখক ও শিশু সাহিত্যিক। জন্ম ১ জানুয়ারি ১৯৮০ সালে, ফরিদপুর জেলার মধুখালী থানার মেছড়দিয়া গ্রামে। উল্লেখযোগ্য প্রকাশিত বইদিনরাত্রি (১৯৯৬), দ্বীপের মাঝে ভূত (১৯৯৯), আবুধাবীতে ভূত দেখেছি (২০০৫), ইসলামী ছড়া (২০০৫), ভূতের গলি (২০০৭), এবং একাত্তরের চার ক্ষুদে গোয়েন্দা (২০২০)। পেয়েছেন কবি ফররুখ আহমদ সাহিত্য পুরস্কার, কবি শামসুর রাহমান সাহিত্য পদক, শব্দশীলন একাডেমি সাহিত্য পুরস্কারসহ একাধিক সম্মাননা। ভ্রমণ করেছেন, ভারত, কাতার,ওমান, শ্রীলংকা, দুবাই, বাহারান, কুয়েত। সম্পাদনা করছেন টইটইসাহিত্যের কাগজ।

 

যোগাযোগ

সাবস্ক্রাইব