মোহনা মজুমদার

 

কবি ও গল্পকার। জন্ম কলকাতায়, ২২ ডিসেম্বর ১৯৯১ সালে। পড়াশোনা অংকে স্নাতকোত্তর। প্রকাশিত কাব্যগ্রন্থলাল লিটমাস নীল হয়পারাবার বেঁধে রাখি, উৎসারিত ও সলিলোকুই, বিহান আলোর লিপি, এবং যতটা অপ্রকাশিতআরও আনন্দ, আজকাল, সংবাদ প্রতিদিন, ভারত বিচিত্রা, কবি সম্মেলন, বাংলা লাইভ, দৈনিক স্টেটসম্যান, যুগশঙ্খ, নাটমন্দির, উজানস্রোত, অপার বাংলা, আবহমান, বান্ধবনগর, কারুকৃতি, গুহালিপি, বৃষ্টিদিন, শুধু বিঘে দুই, প্রভাস, সাতটি তারার তিমির ইত্যাদি বিভিন্ন প্রথমসারির পত্রপত্রিকায় লিখছেন নিয়মিত। অবসরে ভালোবাসেন গান শোনা ও রংতুলি দিয়ে আঁকিবুঁকি কাটা।

 

যোগাযোগ

সাবস্ক্রাইব