কবি ও গদ্যকার। জন্ম ২১ আগস্ট, ঝিনাইদহ। পড়াশোনা রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর। তার পিএইচডি বিষয় শামসুর রাহমানের কবিতা : জীবনজিজ্ঞাসা ও শৈলীবিচার। প্রকাশিত কাব্যগ্রন্থ—শুচি জোছনার বাউল (২০০৮), পাখিদের বাংলাখাতা (২০১১), ভাতশালিকের গান (২০২১), মফস্বলের কবিতা (২০২৩), শব্দের শৈশব (২০২৩), জয়যাত্রা (২০২৫) ও চিঠি (২০২৫)। প্রবন্ধগ্রন্থ—প্রিয় কবি ও প্রিয় কবিতা (২০১৯) এবং কবিতা পাঠের আনন্দ (২০২১)। তিনি অমিত্রাক্ষর স্মারক সম্মাননা (২০১৯), নীরজা সাহিত্য পুরস্কার (২০২৫) ও নবপত্র ই-পত্রিকা সাহিত্য সম্মাননা (২০২৫) লাভ করেছেন। বর্তমানে তিনি অধ্যাপনা পেশার সঙ্গে যুক্ত।