কবি ও গবেষক। জন্ম ২১ নভেম্বর, দিনাজপুরের পার্বতীপুরে। এমফিল গবেষক, ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রকাশিত কবিতার বই—দীর্ঘ স্বরের অনুপ্রাস (২০১৮) ও কামনাফলের দিকে (২০২১)। তিনি কবিতার জন্য পেয়েছেন ‘জেমকন তরুণ কবিতা পুরস্কার ২০১৭’, ‘আদম সম্মাননা ২০২২’ এবং ‘অনন্যা সাহিত্য পুরস্কার ২০২৪’।