কবি ও গল্পকার। জন্ম ১৯৮৮ সালে, বাংলাদেশের টাঙ্গাইল জেলায়। লেখালেখিতে হাতেখড়ি শৈশবেই। প্রকাশিত কাব্যগ্রন্থ দুটি—নাগরিক পেন্ডুলাম (২০১৫) এবং মহাসড়কের গান (২০১৭)। কাজ করেছেন একাধিক গণমাধ্যমে। বিভিন্ন পত্রিকায় লিখছেন নিয়মিত। আগ্রহের বিষয়—সাহিত্য, গণমাধ্যম, যোগাযোগ, পরিবেশ। ভালোবাসেন সংগীত।