লেখক ও চলচ্চিত্র নির্মাতা। জন্ম: ১৯৭৭ সালের ৭ আগস্ট, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায়। পড়াশোনা বাংলা সাহিত্যে স্নাতকোত্তর ও ইন্দো-ইতালিয় ফিল্ম স্কুল ‘রূপকলা কেন্দ্র’ থেকে চলচ্চিত্র পরিচালনা বিষয়ে পোস্ট-গ্রাজুয়েট। প্রকাশিত গ্রন্থ এবং আমার চুলগুলি ফণা তুলছে [কবিতা], একাকী কয়েকটি জীবন ও অন্যরা [ছোটগল্প] এবং হলদে শাড়িটি ও অন্যান্য অণুগল্প [অণুগল্প]। চলচ্চিত্রের মধ্যে কবি [তথ্যচিত্র], শবনম [স্বল্প দৈর্ঘ্যের কাহিনিচিত্র], আবাদ [প্রচারমূলক কাহিনিচিত্র] ও সবুজের অভিযান [তথ্যচিত্র] উল্লেখযোগ্য। বর্তমানে কলকাতায় থাকেন।