মণিকা চক্রবর্তী

 

কথাসাহিত্যিক। জন্ম ফেব্রুয়ারি ১৯৭১ সালে, কুমিল্লায়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। প্রকাশিত বইয়ের মধ্যে উপন্যাস অতঃপর নিজের কাছে [২০১০] ও দিগন্ত ঢেউয়ের ওপারে [২০১১]। গল্পগ্রন্থ বর্ণান্ধ রাত ও ডায়েরি [২০১৩], হাওয়ার সংকেত ও অন্যান্য [২০১৭]। নভেলা যখন ভেসে এসেছিল সমুদ্রঝিনুক [২০১৫], মন্দ্রসপ্তক [২০১৬] ও অ্যাম্ফিখিয়েটার [২০১৯]। কাব্যগ্রন্থ অপার্থিব গান [দ্বিভাষিক, ২০২১]। তিনি সংগীতের অনুরাগী, বাংলাদেশ বেতার এবং টেলিভিশনের একজন তালিকাভুক্ত শিল্পী।

 

সাবস্ক্রাইব