সোহেল হাসান গালিব

 

সোহেল হাসান গালিব একজন কবি ও প্রাবন্ধিক। জন্ম ১৫ নভেম্বর ১৯৭৮, টাঙ্গাইল। বাংলায় স্নাতক ও স্নাতকোত্তর। সহযোগী অধ্যাপক ও প্রশিক্ষণ বিশেষজ্ঞ, নায়েম, ঢাকা। প্রকাশিত বই: কবিতাচৌষট্টি ডানার উড্ডয়ন [২০০৭], দ্বৈপায়ন বেদনার থেকে [২০০৯], রক্তমেমোরেন্ডাম [২০১১], অনঙ্গ রূপের দেশে [২০১৪], তিমিরে তারানা [২০১৭], ফুঁ [২০২০]। প্রবন্ধবাদ-মাগরিব (ভাষা-রাজনীতির গোপন পাঠ) [ ২০১৮]। সম্পাদিত গ্রন্থশূন্যের কবিতা (প্রথম দশকের নির্বাচিত কবিতা) [২০০৮], কহনকথা (সেলিম আল দীনের নির্বাচিত সাক্ষাৎকার) [২০০৮], সম্পাদনা সাহিত্যপত্রিকা : ক্রান্তিকবনপাংশুল

 

সাবস্ক্রাইব