পুলক হাসান

 

পুলক হাসান কবি ও সাংবাদিক। জন্ম ২৪ জানুয়ারি ১৯৬১ সালে, নারায়ণগঞ্জের জালকুড়ি গ্রামে। পড়াশোনা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং-এ স্নাতকোত্তর। প্রকাশিত কাব্যগ্রন্থ:  চকখড়ি মেয়ে [১৯৯১]; ও জলে, ও তৃষ্ণা [১৯৯৭]; সব দাগ ওঠে না [২০০৮]; পরকীয়া ওমে [২০১১]; রোদ ও ছায়ায় রচিত [২০১২]; বাছাই কবিতা [২০১৮]; আরও কিছু বুদবুদ [২০১৯]; মুহূর্তের কবিতা [২০১৯]; শ্রেষ্ঠ কবিতা [২০১৯]; প্রতিবেশী ও বেলুন সভ্যতা [২০২০]; আমার কবিতা [২০২১]; নির্বাচিত ১৫০ কবিতা [২০২২]। প্রবন্ধগ্রন্থ: কবিতার গদ্যরূপ [২০১৩]; কবিতা সহজ করে বলা [২০১৭]। সম্পাদিত ছোটকাগজ খেয়া, বিহঙ্গকাল প্রতিস্বর

সাবস্ক্রাইব