পারভীন সুলতানা

 

পারভীন সুলতানা মূলত ছোট গল্পকার ও ছড়াকার। জন্ম ১৯৬৩ সালে। মোট গ্রন্থের সংখ্যা ১৭ টিগল্পগ্রন্থ ৭টি, কিশোর গল্প ১টি, উপন্যাস ৩টি, ছড়া ৬টি। প্রথম গল্পগ্রন্থ জলবন্দী কইন্যা ও প্রথম উপন্যাস বরফের ঘর। নিয়মিত লিখছেন বিভিন্ন জাতীয় দৈনিকে ও ছোটকাগজে। বর্তমানে অধ্যাপনা করছেন ঢাকা সিটি কলেজের বাংলা বিভাগে।

 

সাবস্ক্রাইব