ইকরাম কবীর একজন কথাসাহিত্যিক। জন্ম ১৯৬৬ সালে, কুষ্টিয়ায়। পড়াশোনা ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর। প্রায় চব্বিশ বছর সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। প্রথম বই এক দুষ্টু ক্যাডেটের গল্প [ডকুফিকশন]। ছোটগল্পের সংকলন মেয়েটিকে বাঁচানো গেল না। নিয়মিত কলাম লেখেন বাংলা ও ইংরেজি পত্র-পত্রিকায়। বাছাই কলামের সংকলন জীবনের কথা বলাই জীবন আর মদ্যপান নিয়ে লুকোচুরি ও শিক্ষিত মানুষের সুখ। সামাজিক ও স্ট্র্যাটেজিক বিষয়ে তার পাঁচটি গবেষণা ইংরেজিতে বই আকারে প্রকাশিত হয়েছে। এখন লিখছেন পেশাগত বিষয়-আশয়ে বই। বর্তমানে তিনি যোগাযোগ পেশায় নিয়োজিত।