আবু সাঈদ তুলু

 

আবু সাঈদ তুলু একজন কথাসাহিত্যিক, গবেষক ও নাট্যবিশ্লেষক। জন্ম ১৯৭৯ সালে, জামালপুরে। দীর্ঘদিন ধরে জাতীয়-আন্তর্জাতিক পত্রিকায় সমালোচনা প্রবন্ধ লিখে আসছেন। প্রকাশিত গ্রন্থ লিপির উদ্ভব, ক্রমবিবর্তন ও বাংলা লিপির পরিণত পর্যায় [২০০৭], অনন্তপথের যাত্রী [২০১৪], জলের আয়না [২০১৫], পাতার বাঁশি [২০১৭], সেলিম আল দীনের সাহিত্য ভাবনা [২০১৮], নাট্য ঐতিহ্য ও বাংলাদেশের নাটক [২০২০], অনুভূতির খসড়া [২০২২], বাংলাদেশের সমকালীন থিয়েটার [২০২৩]। বর্তমানে তিনি বেসরকারি কলেজে বাংলা বিষয়ে শিক্ষকতা করছেন।

 

সাবস্ক্রাইব