নান্নু মাহবুব

 

নান্নু মাহবুব কবি ও অনুবাদক। জন্ম ১১ জুন ১৯৬৪ সালে, যশোরে। লেখালেখির শুরু আশির দশকে। প্রকাশিত কাব্যগ্রন্থ তিনটিরাত্রিকালীন ডাকঘর [১৯৯৫], পুনরুত্থিত শহর [২০০৫] ও আজ কী ফুল ফুটিয়েছো, অরণ্য? [২০১৩]। কলকাতার প্রতিভাস থেকে প্রকাশিত হয়েছে তার ইউ জী কৃষ্ণমূর্তির সাক্ষাৎকারভিত্তিক ৪টি অনূদিত গ্রন্থমাইন্ড ইজ আ মিথ, নো ওয়ে আউট, থট ইজ ইয়োর এনিমিমিস্টিক অব এনলাইটেনমেন্ট

 

সাবস্ক্রাইব