অমিত রেজা চৌধুরী

 

কবি ও গদ্যকার। জন্ম সত্তরের দশকে, বসবাস বগুড়ায়। লেখালেখির শুরু নব্বইয়ে, পিতা রেজাউল করিম চৌধুরী [ষাটের দশকের কবি, গল্পকার, প্রাবন্ধিক] সম্পাদিত ছোটকাগজ অর্কেস্ট্রায়। অর্থনীতিতে স্নাতকোত্তর। বহুজাতিক প্রতিষ্ঠানে কবছর চাকরি করেছেন। মূলত লিটল ম্যাগাজিনের মানুষ। কবিতা, গল্প, প্রবন্ধ ও সমালোচনা লেখেন। সংগীত, ভ্রমণ, পুরনো বইপত্র, ফিল্ম ও নিঃসঙ্গতা তার প্যাশন। কোন বই প্রকাশ হয়নি এখনো।

 

সাবস্ক্রাইব