বিউপনিবেশায়ন ও অন্যান্য কবিতা
|| সর্বজয়া ||
আর একটিবার ধরব তোমার
সুতানুটি হাত
সিন্ধু ভেঙে জোছনা যেমন
হয়েছে প্রপাত
তিলকাঞ্জলি দাও গো ছড়িয়ে
হরোপ্পাদাম বনে
সবুজ পাথর ঘুমিয়ে রয়েছে
সপ্তদীপার কোণে
সপ্তপদীর দাও গো বাঁধন
জীবাশ্মটির নূরে
দশ দিগন্ত মুড়িয়ে এনো
সখার আদিম চূড়ে
একটি বাক্যে মজলুম ধাঁধা
জগৎ মন্দ্রিত
পাই কী করে স্ফূর্ত স্বরূপ,
ফাতিমা বন্দিত!
হাতের নৌকো ছড়িয়ে দিলাম
পঞ্চম সলিলায়
মনকে বাঁধবে এমন শাঁখিনী
লুভৈরবীরও নাই
কোথায় মিলবে প্রাণের মুরতি
কোথায় ত্রিধারা নিধি?
দ্বিরেফ স্বভাবে ঘুরে ঘুরে পাই
অসীমের তুমি দিদি
|| তিয়াস ||
তিয়াস তোমার জলে মগ্ন হয়ে উঠুক সারস
বানপ্রস্থে রাত্রির আহ্বান
তাকেও কিছু মান্যতা দাও চাঁদের সুড়ঙ্গ দাও
দাও কবন্ধবাসর
তিয়াস তোমার ত্রিভঙ্গিম কুশলে
অমনীষা জাগাও লিনোকাটে আঁকা তামাম ফার্নেসে
রতিহারা যে রাজন বাঘিনীর মুখোশ শিকারে ব্যর্থ হয়ে
খুন করেন ইসমতের আলো,
সেই নটিণীর হাইমেন জড়িয়ে তুমি পালিয়ে এসো
আচাভো যেভাবে মুছে ফেলেন
অনির্ণেয় ও উর্ণাজালের মধ্যে অর্থদূরত্ব
গাজায় মৃত শিশুদের ফিসফিসানির মধ্যে
একা মরুভূমি হেঁটে পাড়ি দেয় যে রেডক্রসকর্মী,
তিয়াস তার উন্মাদ স্বপ্নের ভিতর বাঁচাও আমায়
|| বিউপনিবেশায়ন ||
[হে প্রেমিক, মসীহ আমার
মানুষের হৃদয়ে বারবার ক্রুসিফাইড হয়েছ তুমিই]
সমস্ত আসমান জুড়ে ফুটে আছে স্তন
একমাত্র ওথেলো সিন্ড্রোমের কারণে
প্রেমিক তার নিগূঢ় প্রেমের, মুক্তির দেখা পান
মৌলিক তৃষ্ণা বলে কিছু হয় না
হ্যামলেট ডিজায়ারে যেমন এক ভ্যাম্পায়ার
মৃত ওফেলিয়া ও তার সৎ মার যৌনতায় একইসাথে
নিজের নারীসত্তা খুঁজে পেয়েছিল
রক্তাক্ত মাংসে-কলিজায় কমল-কমলযোনি ফুটে থাকে বলে
খুনীমাত্রই প্রেমিক
|| জন্মভূমি ||
বদ্বীপ জুড়ে ফণীমনসা
না ফণায়ন মেঘের?
কে আপন কে পর তা জানা
ধূর্ত সর্দি ভেকের
মা মাটি বাও বাসলে ভাল
ছড়াতে না বিষ
কনকলতা জড়িয়ে যেমন
মননিশীথের শিস্
আধেক সত্যে চাইছে কারা
অপূর্ণতায় ঠাঁই
আধেক প্রাণে ছিটিয়েছিল
একাত্তরের ছাই
চেতনা নয় খোলামকুচি,
স্বপ্নহন্তারক!
সন্ধ্যাবাতির আলোয় মুছুক
দ্বেষ বিদেশের ছক
প্রতিবেশী না যদি হয়
ভাতৃপ্রতিম, কী দায়
পড়েছে যতিচিহ্নহীন
হতে তাদের ক্ষুধায়!
রূপ ও সুবাস ফুলের খ্যাতি
শিকড় বাঁচার লড়াই
কর্তৃত্ববাদ ফেলে এসো
এককাতারে দাঁড়াই
|| নাশের রাগিণী ||
কুরুশ-কাঁটায় বুনে চলেছি অচেতন শ্যাম তোমায়
তোমার অঙ্গে আলতো বুনেছি ছায়াডিঙি, বর্ষণময়ূর, স্বাহা ও অগ্নি
আমি নই, প্রায়ান্ধকার থেকে কারা যেন
আমার কুরুশে বুনতে চাইছে লাল সমাস, ক্বাসিদা!
ঘনশ্যাম নাকি ত্রিভঙ্গের তানে আজ আর আমার নয়
আমি নাকি ওয়াকফ এস্টেট, সৎ মার ছেলে!



"...খুনিমাত্রই প্রেমিক..." দারুণ সব কবিতা পেলাম। ফুলেল শুভেচ্ছা, কবি।
MD. MUHAIMIN
মে ০৯, ২০২৫ ১১:০৯