কবি ও প্রাবন্ধিক। জন্ম ৩ ফেব্রুয়ারি ১৯৬৬ সালে, নেত্রকোনা জেলায়। পড়াশোনা ইংরেজি ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর। প্রকাশিতগ্রন্থ: কবিতা—অতিক্রমণের রেখা [২০০০] সকল বিকেল আমাদের অধিকারে আছে [২০০৪], অবিচল ডানার উত্থান [২০০৬], আদি পৃথিবীর গান [২০০৭], আগুন ও সমুদ্রের দিকে [২০০৯], আনন্দবাড়ি অথবা রাতের কঙ্কাল [২০১০], প্রেম, মৃত্যু ও সর্বনাম [২০১৪], অতিক্রমণের রেখা [নির্বাচিত কবিতা: ২০১১], ভূখণ্ডে কেঁপে ওঠে মৃত ঘোড়ার কেশর [২০১৩], রাজার পোশাক [২০১৪], অনেক উঁচুতে পানশালা [২০১৪], দাহকাব্য [২০১৫], শ্রীমতি প্রজাপতি রায় [২০১৭], এখান থেকে আকাশ দেখা যায় [২০১৮], মহিমার বাগান [২০২২] ও যখন কিছুই ছিল না [২০২৩]; প্রবন্ধ—সমূহ সংকেতের ভাষা [২০০১], কলমতালাশ: কবিতার ভাব ও বৈভব [২০১৪], কবিতার নতুন জগৎ [২০১৭], ভাষা রাজনীতি ও আধিপত্য এবং অন্যান্য প্রবন্ধ [২০২২]। তিনি পেয়েছেন বগুড়া লেখক চক্র পুরস্কার [২০১৫], শব্দগুচ্ছ পুরস্কার [২০১৫], লোক পুরস্কার [২০১৬]। পেশায় তিনি একজন গবেষক।