চোখ বন্ধ, মন সহজ

অ+ অ-

 

|| ১ ||

তুমি প্রেম, আমি মৃত্যু
তুমি সত্য, আমি প্রেম!
তোমাকেই শুধালেম
ও পরম। ফানায়
কানায় কানায় পূর্ণ হলে জল
সকল পদ্ম সরোবরে সুকোমল
ভাসে।
আমরা ভেসে যাই প্রেমে।

 

|| ২ ||

দিল দান না করলে 
হয় না দিলবান।
দিলরুবা। 
রুহানি পাত্রভরা হাতে
নেচে ওঠে শরাব
মর্ম জেনে করিও পান
পুণ্যবান।

শব্দ, রূপ, শূন্যতা
অনুভব, তোমার চিন্তা ও কল্পনা নিয়ে
দাঁড়িয়েছি স্বয়ংফুল, শরাবসাকি। 

রাত ঘনিয়েছে, মিথ্যা আলো
জ্বালিয়ে যে চোখে দেখ 
তার বিপরীতে
একক পুষ্প আমি। জ্ঞানের অতীত। 

তাকাও ফিরে বালা ও ঘুঙুরের দিকে
লোভ ও কামনা না হলে ফিকে
সাধু, কামে মিলবে না ধন
যত কর না সাধন।

করো দিল দান পুণ্যপ্রেমে
শরাব বিনে কেমনে হবে বেহুঁশ
অদ্বৈতে ফানা
আমি এসেছি শূন্য হতে
নিষ্কামে কর সন্ধান নিজেকে দৈন্যদান
ওরে আলোককানা।

 

|| ৩ ||

না পাই দিদার তোমার, সাঁই।
পিঁপড়ার মতন শ্রেষ্ট জীব তোমার 
মানুষ জলে ভেসে যায়
অসহায়! হায়, অসহায়!

আমি মৃত্যু দেখে তোমাকে দাঁড়িয়ে থাকতে বলেছি।
শরাব ও সুন্দরতা নিয়ে।

তোমার নুপুরের আওয়াজ ও কণ্ঠের বেহাল সুর 
রাত্রি পার হয়ে দুপুর শেষ না হতেই মরে যায়—
তোমাকে চায়, উন্মত্ত আঁখি নেশাতুর জেগে রয়
সাকি, প্রিয়তমা, জানো, জগতের সকল চালাকি
লোভাতুর হয়! পিষে যায়! 
আমাদের কলিজা খায়, অনন্তর।

শূন্যতার অন্তর!
লীনে, বিলীনে, অসীমে
থেমে যায় কবরের নেকাব।
নিটোল গহন প্রেম ও পালক।

 

|| ৪ ||

পেয়ালা কবুল কর দয়াল। 
এ শরাব তোমার নামে।
সঁপেছি, শুদ্ধ মনে। 
অস্তিত্ববিহীন চরণে তোমার।

কানায় কানায় পূর্ণ পেয়ালা।
বাকাবিল্লায় করছে জিকির
হিল্লা পেতে। ফানা হতে।
আমার মন নাই সাঁই।
তোমার অসীমতায় সায়রে ভাসে।
একই পুষ্পে, একাত্মে। অদ্বৈতে।
মিশে যাই।

হাসে অস্তিত্বহীন প্রফুল্ললতা।
বিলীন হয়। 
আমি সত্য বলে। 
নিজগুণে! 

তুমি সাঁই নিরাকার। নিরঞ্জন।
অস্তিত্ববিহীন তোমার পা।
আমার মরণ! চরণ!
তোমার অস্তিত্বের লতায় 
নিজগুণে, ধোঁকাহীন।

ঘুমে, স্বপ্নে, জাগরণে। না ভণিতা ও ভাণে।
ধ্যানে।
পরস্পরে আপন।
পেয়ালা ও স্বভাব। অদ্বৈত।
মূলধন।

 

||  ||

পরস্পরে, চলো, পরিচর্যাকারী হই।
রাত্রি ও দিনের সমান একাত্ম হই। 
প্রেমে। অভাজনে।
কল্যাণের দিকে এসো। পরস্পরে। 
মহাজনে।

আমার পছন্দ তোমার।
আমরা পরস্পর। 
দাখিল করি আমাদের
রূপকাঠামোর আশ্রয়ে 
হরি। 

বাড়াবাড়ি করো না
মিশে যাও ফানাফিল্লায়।
প্রেম জারি রাখ।

 

||  ||

সরোবরে পদ্ম জানে
হরিহর। 
সচরাচর দেখা যায় না।
না ধরা ও জ্ঞান।

তোমার অম্লান হাসির মতন
ছড়িয়ে আছে সর্বভুতে!
শান দেয়া ছুরির লাহান।
আমার গর্দান নিও প্রভু, তুমি।
তোমারও। শূন্যতায়।


|| ৭ ||

এক বিস্ময়কর আচরণের নাম 
মানুষ। প্রকৃতির অদ্ভুত স্বভাব!
ঘাসের অপরাধ সে সবুজ।
রঙ দুনিয়ার আশ্চর্য মরণমাত্র।

তোমার রঙ নাই কোনো। না পথ ও মত।

আমারে পাবে তুমি বে-রঙে, এ আমার শপথ।
মানুষ মরে না। গন্ধ হয়ে বেঁচে রয়।
গন্ধের কোনো ছবি নাই। অস্তিত্ববিহীন। 
আসমানি সুরত। অরূপমাত্র।