দিলশাদ চৌধুরী

 

লেখক ও অনুবাদক। জন্ম ২৭ এপ্রিল,১৯৯৯, বরিশালে। পারিবারিকভাবেই সাহিত্য সংস্কৃতির নিবিড় প্রভাবে বেড়ে উঠেছেন ছোটবেলা থেকে। তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি নিয়ে স্নাতক শেষে এখন স্নাতকোত্তর করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। পাশাপাশি কাজ করছেন অনুবাদ, ছোটগল্প এবং প্রবন্ধ নিয়ে। প্রকাশিত অনুবাদগ্রন্থ: থ্রি মেন ইন এ বোট; সংকলন : গুরনাহ পাঠ, গল্পপাঠ নির্বাচিত জাপানি গল্প, রক্তে লেখা বিপ্লব। নিয়মিত লিখছেন বিভিন্ন সাহিত্য পত্রিকা, লিটলম্যাগ, ওয়েবম্যাগে।

 

সাবস্ক্রাইব