মোস্তফা হামেদী

কবি ও প্রাবন্ধিক। জন্ম ২৭ আগস্ট ১৯৮৫ সালে, চাঁদপুরের ফরিদগঞ্জ। স্নাতক ও স্নাতকোত্তর, বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রভাষক, সরকারি মুজিব কলেজ, নোয়াখালী। প্রকাশিত কবিতার বই: মেঘ ও ভবঘুরে খরগোশ [২০১৫], তামার তোরঙ্গ [২০১৮], জড়োয়া [২০১৯], শেমিজের ফুলগুলি [২০২০]। শেমিজের ফুলগুলি কাব্যের জন্য লাভ করেন হিমেল বরকত কবিতা পুরস্কার-২০২০   

সাবস্ক্রাইব