প্রতিধ্বনি গল্প পুরস্কার ২০২৫-এর দীর্ঘ তালিকায় ‘কুরছিয়ানা’

অ+ অ-

 

লেখক পরিচিতি || রোমেল রহমান

গল্পকার ও লেখক। জন্ম ১১ নভেম্বর ১৯৮৯ সালে, খুলনায়। পড়াশোনা হিসাব বিজ্ঞানে স্নাতকোত্তর। প্রকাশিত গ্রন্থকবিতা: বিনিদ্র ক্যারাভান, আরোগ্যবিতান, বর্ষামঙ্গল; গল্প/গদ্য: মহামারী দিনের প্যারাবল, প্রোপাগান্ডা, বাঘ, দাস্তান; নাটক: চম্পাকলি লেন ও অন্যান্য নাটক। নিয়মিত লেখেন বাংলাভাষার বিভিন্ন পত্র-পত্রিকা এবং ওয়েবজিনে। গল্পে পেয়েছেন পেন বাংলাদেশ সাহিত্য পুরস্কার ২০২০। তিনি বসবাস করেন খুলনায়।

কুরছিয়ানা || গল্পের সারাংশ

বিত্তবান ও নিঃসন্তান দম্পতি আবুল কাশেম ও জোনাকির জটিল, বহুস্তরীয় জীবন-জালে হঠাৎ আবির্ভাব হয় দারিদ্র্যে ক্লিষ্ট শেফালীর। আর তারই সূত্র ধরে বদলে যায় গল্পের পুরো দৃশ্যপট। আবুল কাশেমের বংশধারার নিষ্ঠুর ইতিহাস পাঠককে কৃষ্ণগহ্বরের মতো টেনে নেয় এক গভীর আকর্ষণে। ধীরে ধীরে উন্মোচিত হতে থাকে আয়নাল, জয়নাল, মিছরি বেগম, চিনি, মধুএই সব চরিত্রের জীবন-আখ্যান। ব্যক্তিগত জীবনের সাথে সময়ের অমোঘ সংঘর্ষের এক মহাকাব্যিক আলেখ্যই হলো এই কুরছিয়ানা

বিচারকের মন্তব্য

কুরছিয়ানা মানুষের সহজাত প্রকৃতি চাতুর্যতা-নির্বুদ্ধিতা, ক্রূরতা-উদারতা, জিঘাংসা-আত্মত্যাগ এবং মৃত্যুর ওপর জীবনের জয়গানকে প্রতিকৃত করেছে। ছোটগল্পে একটি পরিবারের তিন প্রজন্মের বিচিত্র ধরনের চরিত্রের মাধ্যমে বিবিধ চমকপ্রদ কাহিনির সমাবেশ গল্পটি মহাকাব্যিক আমেজ সৃষ্টি করেছে। সামষ্টিক স্বরে লৌকিক বাংলা গদ্যে বলা গল্পটি হয়ে উঠেছে সাবলীল ও স্মরণীয়।