দস্তইয়েফস্কির তলকুঠুরির কড়চা
তলকুঠুরির কড়চা দস্তইয়েফস্কির সর্বাধিক আলোচিত ও প্রশংসিত উপন্যাস, যা ইংরেজিতে বহুল পরিচিত নোটস ফ্রম আন্ডার গ্রাউন্ড নামে। বইটি বাংলায় অনুবাদ করেছেন কথাসাহিত্যিক মশিউল আলম। এবারই প্রথম মূল রুশ থেকে বাংলায় অনূদিত হলো বইটি ৷
এই উপন্যাসে যে সব দার্শনিক, আধিবিদ্যক, নৈতিক ও মনস্তাত্ত্বিক প্রশ্ন ও প্রসঙ্গ উত্থাপিত হয়েছে, পরবর্তীকালে অপরাধ ও শাস্তি, ইডিয়ট, দানবেরা ও কারামাজভ ভাইয়েরা উপন্যাসে সেগুলোই আরও বিশদভাবে, আরও গভীরভাবে উপস্থাপিত হয়েছে। তলকুঠুরির কড়চা দস্তইয়েফ্স্কির বহু বিচিত্রমুখী, ব্যাপক ও সুগভীর সাহিত্যিক সৃষ্টি সম্ভারের ভাবগত নির্যাস ।
পৃথিবীর প্রথম ‘অস্তিত্ববাদী উপন্যাস', আদিতম ডিস্টোপিয়ান উপন্যাসগুলোর অন্যতম, মনোবিজ্ঞানীদের বিস্ময়: মনোসমীক্ষণের যাত্রা শুরু হওয়ার অনেক আগে মানব মনের এমন চুলচেরা বিশ্লেষণ কী করে সম্ভব হয়েছিল! রাজনৈতিক দর্শনের অঙ্গনে এ বই বস্তুবাদ-ভিত্তিক স্বর্গরাজ্য নির্মাণের ‘ইউটোপীয়’ স্বপ্নের বিরুদ্ধে এক প্রবল আক্রমণ।
তলকুঠুরির কড়চা বইটি প্রকাশ করেছে মাওলা ব্রাদার্স। প্রচ্ছদ এঁকেছেন শিল্পী নির্ঝর নৈঃশব্দ্য। দাম রাখা হয়েছে ৪৫০ টাকা।
আপনার মন্তব্য প্রদান করুন