ছয় দশকের জ্বলন্ত রাজনৈতিক ইতিহাস
প্রথমা প্রকাশ করেছে প্রবীণ রাজনীতিবিদ ও লেখক পঙ্কজ ভট্টাচার্যের স্মৃতিকথা আমার সেই সব দিন। দেশের প্রবীণ রাজনীতিবিদের এ স্মৃতিকথায় বাংলাদেশের গত ছয় দশকের রাজনৈতিক ইতিহাস অন্তরঙ্গ বর্ণনায় উঠে এসেছে। ইতিহাসের অনেক অজানা তথ্য পাঠক এ বইটি পাঠেই প্রথমবারের মতো জানতে পারবেন। তাঁর লেখায় উঠে এসেছে পাকিস্তান পর্বের রাজনীতিতে বামপন্থিদের কর্মাকাণ্ডের আদ্যোপান্তের বিবরণ যেমন উঠে এসেছে, ঠিক তেমনি এসেছে বাম-বিভক্তির পরিণতির কথা।
বইটির শুরু হয়েছে লেখকের জন্ম কাহিনি দিয়ে। ব্রিটিশ শাসিত ভারতে ১৯৩৪ সালে পঙ্কজ ভট্টাচার্যের জন্ম, চট্টগ্রামের রাউজানে। তিনি যে গ্রামে জন্ম গ্রহণ করেন, সেই গ্রামই মাস্টার দা সূর্য সেনের নোয়াপাড়া গ্রাম। মূলত বৃটিশ বিরোধী স্বদেশি আন্দোলনের প্রভাবেই তাঁর স্বদেশ সাধনার হাতেখড়ি সেখানেই। বইতে নিজের পরিবার, ছাত্র রাজনীতি ও রাজনৈতিক জীবনের নানাদিকের ঘটনাপ্রবাহকে তিনি একসুতোয় গেঁথেছেন। বলা যায়, বইটি একজন রাজনীতিবিদের দেখা তিন আমল—ব্রিটিশ, পাকিস্তান ও বাংলাদেশ আমল—অভিজ্ঞতা আর মাঠের আন্দোলনের অনন্য মূল্যায়ন ও বিশ্লেষণ।
বাংলাদেশের গত ছয় দশকের ঘটনাবহুল রাজনৈতিক ইতিহাসের দলিল বলা যায় এ বইটিকে। লেখক পঙ্কজ ভট্টাচার্য ষাট দশকের ছাত্র আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ এবং পরবর্তী বাংলাদেশের সব আন্দোলন-সংগ্রামের প্রত্যক্ষদর্শী, একজন নেতৃস্থানীয় কর্মী ও সংগঠক। পাকিস্তান সরকার আগরতলা ষড়যন্ত্র মামলার সঙ্গে প্রায় একই সময়ে পঙ্কজ ভট্টাচার্যের বিরুদ্ধেও স্বাধীন বাংলা ষড়যন্ত্র মামলা দায়ের করে। বন্দী অবস্থায় জেলখানায় বঙ্গবন্ধু শেখ মুজিবের কাছাকাছি সেলেই তাঁর স্থান হয়। অন্য দল করলেও তিনি ছিলেন বঙ্গবন্ধুর বিশেষ আস্থাভাজন।
প্রত্যক্ষ রাজনীতির বাইরেও বরাবর সামাজিক-সাংস্কৃতিক নানা কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এ দেশের রাজনৈতিক-সামাজিক ইতিহাসের ভেতর-বাইরের অনেক ঘটনার তিনি জীবন্ত সাক্ষী। তাঁর রাজনৈতিক জীবনের নানা পর্চযায়ের অর্জন আর ভুল-ত্রুটির কথাও নির্মোহভাবে লিখেছেন বইতে। ফলে আত্মজীবনী বা স্মৃতিকথার আঙ্গিকে লেখা হলেও, বইটি পাঠককে ব্যক্তি বা রাজনীতিক পঙ্কজ ভট্টাচার্য—তাঁর জীবন ও সংগ্রামের সঙ্গে তাঁর সময়টিকেও জানতে ও বুঝতে সাহায্য করবে।
আমার সেই সব দিন বইয়ের প্রচ্ছদ করেছেন শিল্পী মাসুক হেলাল। মূল্য রাখা হয়েছে ৫৮০ টাকা।
আপনার মন্তব্য প্রদান করুন