ভিন্নচোখ পত্রিকার বিশেষ সাক্ষাৎকার সংখ্যা

অ+ অ-

আলী আফজাল খান সম্পাদিত ভিন্নচোখ পত্রিকা প্রকাশ করেছে বিশেষ সাক্ষাৎকার সংখ্যা। সাক্ষাৎকার ছাড়াও এতে আছে সংলাপ, তর্ক, আড্ডা ও বক্তৃতা। বৈঠকি-শব্দের ভিন্ন মাত্রায় ওরাল ফর্মের যা কিছু গুরুত্ব বহন করে তাকেই এখানে সংকলিত করা হয়েছে। পশ্চিমের কাছে সভ্যতা মানেই হচ্ছে ডকুমেন্টেশন, দলিল বা নথিভূক্তকরণ। মুখের কথা বা লেখা যা কিছু উক্ত, তার সবই লেখ্য সভ্যতায় নথিকৃত। যেমন কোনো একটা পালাগান যদি লিখিত আকারে থাকে তবে তার একটা ভার্সনই থাকবে, যা কেবলমাত্র মুখস্ত করতে হবে। সেটাকেই তার অথর বা অথরিটি ধরে নিতে হবে। অর্থাৎ অন্য একজন কেবলমাত্র সেটা মুখস্থ করতে পারবে, কিন্তু সৃজন করতে পারবে না। পক্ষান্তরে আমাদের এখানকার সভ্যতার ইতিহাস মূলত ভারবাল ফর্মে। ভারবাল সভ্যতা আর কথ্য সভ্যতা মানেই হচ্ছে শ্রুতির ও গঠনের নিরন্তর পরিধি, নিরন্তর উদঘাটন। যেমন এখানে কারবালার কাহিনি একশ বার সৃজন করা সম্ভব।

উপনিবেশ আসার পর সেই কথ্য সভ্যতাকে উৎখাত করে লেখ্য সভ্যতাকে কলোনাইজ করা হয়েছে। দার্শনিকভাবে এই অঞ্চলের জ্ঞান প্রবাহকে নস্যাৎ করা হয়েছে, সেটা শ্রুতি হোক, স্মৃতি হোক, সৃজন হোক, নিরন্তর রচনা হোক, নিরন্তর দর্শনচর্চা হোক, যেটাই হোক সেটাকেই অপেশাদার’, ‘পিছিয়ে পড়া, দুর্বলতা হিসেবে চিহ্নিত করা হয়েছে। মানুষের সামর্থ্যকে বলতে গেলে একটা জনপদের মানুষের সামর্থ্যটাকেই লোকে বিশ্বাস করতে শুরু করল দুর্বলতা হিসেবে।

ভিন্নচোখও নানা ফর্মে কথ্য বিষয়গুলোকে পুথিবদ্ধ করার একটি প্রয়াস। এই পত্রিকায় রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ল্যাম্বডার সাক্ষাৎকার, বিবর্তনবাদের জন্য নোবেল জয়ী সোয়ান্তে পেইবোর বক্তৃতা। টেবিল আড্ডা নভেরার রূপ গ্রন্থ নিয়ে আলী আফজাল খানের সঞ্চালনায় সাখাওয়াত টিপু ও এস এম সাইফুল ইসলামের কথোপকথন। এতে আছে নাসির আলী মামুনের নেয়া কাইয়ুম চৌধুরী, ফিরোজা বেগম, ক্লিনটন বি সিলির সাক্ষাৎকার। আছে ধ্রুব এষ, সব্যসাচী হাজরা এবং চারু পিন্টুর বৈঠকি আলাপ। ভিন্নচোখ টিম সাক্ষাৎকার গ্রহণ করেছে হায়দার আকবর খান রনো, মনজুরুল আহসান খান, ফরহাদ মজহার, সমরেশ মজুমদার, বিবি রাসেল, শহীদুল আলম, সলিমুল্লাহ খান, আমিরুল ইসলাম, শরিফ আখতারুজ্জামান, মানস চৌধুরী, ব্রাত্য রাইসু, অরূপ রাহী প্রমুখের। পত্রিকাটির প্রচ্ছদ করেছেন বিধান সাহা। মূল্য রাখা হয়েছে ১০০০ টাকা।