বাম রাজনীতির সংকটের উপন্যাস ‘বেকারবিপ্লব’

অ+ অ-

 

বাংলাদেশে বামধারার সাহিত্য কম নয়। বলা যায়, সাহিত্যের প্রধান স্রোতধারাটি বামপন্থার। এসব কথাসাহিত্য কিংবা কবিতার সিংহভাগই বামাদর্শের প্রতি কোমল সমর্থনজাত কাঠামোর শিল্প। কিন্তু বাংলাদেশের বাম রাজনীতির বিদ্যমান সংকট নিয়ে কথাসাহিত্য কিংবা কবিতা খুব কমই রচিত হয়েছে। বাম রাজনীতির সংকট নিয়ে এবার উপন্যাস লিখেছেন কথাসাহিত্যিক সালাহ উদ্দিন শুভ্র। তার বেকারবিপ্লব শিরোনামের নামের বইটি প্রকাশ করেছে বৈভব। এটি তার পঞ্চম উপন্যাস।

কী আছে বেকারবিপ্লব উপন্যাসে? শুভ্র লিখিত উপন্যাসের সময় প্রায় বিশ বছর আগের। চাঁদপুর শহরে এক তরুণ বাম রাজনীতিতে জড়িয়ে পড়ে। স্বপ্নের ঘোরে তরুণটি সংগ্রামে নিজেকে সঁপে দেয়। একসময় সে নানা প্রতিকূলতা পেরিয়ে স্বপ্ন থেকে ছিটকে পড়ে। সমাজতন্ত্রের বা সমানাধিকারের স্বপ্ন নিয়ে সেই তরুণ কীভাবে যুক্ত হলো একটি বাম রাজনৈতিক দলে, আবার কী কী সংকট মোকাবিলা করে সে ছিটকে গেল ওই দল থেকেএসব দ্বন্দ্বমুখর বিষয়ে নিয়েই উপন্যাসের কাহিনী।

সোভিয়েত ইউনিয়নের ভাঙন পরবর্তীকালে বাংলাদেশে বাম রাজনীতিতে খানিকটা ভাটা পড়ে। এরপরও ক্ষীণ এই স্রোতধারায় অনেক তরুণ-তরুণী বামধারার রাজনীতিতে যুক্ত হন। পরে রাজনৈতিকভাবে ব্যর্থ হয়ে তারা প্রচণ্ড হতাশও হন। তাদের সেই স্বপ্নভঙ্গের অনুভূতি, মনোপীড়নগুলো বাংলা সাহিত্যে সেভাবে আসেনি। বাংলাদশে সবসময় দেখা যায়, সাহিত্যে এসব বামদলের মাধুর্য বা যৌক্তিকতা তুলে ধরা হয়। অনেকটা এড়িয়ে যাওয়া হয় সংকটের বিষয়বলি। তো সেই সংকটের বিষয় হলো এই বেকারবিপ্লব উপন্যাস। সেই ক্ষেত্রে এই উপন্যাসটি কিছুটা হলে ব্যতিক্রম। আট ফর্মার বেকারবিপ্লব উপন্যাসটির দাম রাখা হয়েছে ৪০০ টাকা। এটির প্রচ্ছদ করেছেন শিল্পী রাজীব দত্ত।