‘দস্তইয়েফস্কি’কে নিয়ে মীজানুর রহমানের ত্রৈমাসিক

অ+ অ-

 

মীজানুর রহমানের ত্রৈমাসিক বাংলাদেশের ঢাকা থেকে প্রকাশিত সাহিত্য, সঙ্গীত ও শিল্প বিষয়ক একটি আলোচিত পত্রিকা। বিশিষ্ট লেখক ও সম্পাদক মীজানুর রহমান ১৯৮৩ সালে এই পত্রিকা প্রতিষ্ঠা করেন। এটির প্রকাশক তার স্ত্রী নূরজাহান বেগম। পত্রিকাটির নামলিপি তৈরি করেন বাংলাদেশের প্রথিতযশা চিত্রশিল্পী কামরুল হাসান। মীজানুর রহমানের সম্পাদনায় পত্রিকাটি নিয়মিতভাবে তিন মাস পরপর প্রকাশিত হতো। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের প্রথম সারির অনেক লেখকের লেখা প্রকাশিত হয়েছে। ২০০৬ সালে মীজানুর রহমানের মৃত্যুর আগ পর্যন্ত তার সম্পাদনায় পত্রিকাটির মোট ৮০টি সংখ্যা প্রকাশিত হয়।

মীজানুর রহমানের ত্রৈমাসিক পত্রিকা প্রতি তিন মাস অন্তর নিয়মিত সংখ্যা হিসেবে প্রকাশিত হওয়ার পাশাপাশি কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে নিয়ে বিশেষ সংখ্যা হিসেবে সুবৃহৎ কলেবরেও প্রকাশিত হয়। যথা কৃষ্ণদয়াল বসু সংখ্যা, চিত্রশিল্পী রশিদ চৌধুরী সংখ্যা, পটুয়া কামরুল হাসান সংখ্যা, কবি শামসুর রfহমান সংখ্যা ও বিদ্যাসাগর সংখ্যা। পত্রিকাটির বেশ কয়েকটি বিষয়ভিত্তিক বিশেষ সংখ্যাও প্রকাশিত হয়। যথাবৃক্ষ সংখ্যা, বৃক্ষ ও পরিবেশ সংখ্যা, পক্ষী সংখ্যা, নদী সংখ্যা এবং দুই খণ্ডে গণিত সংখ্যা। সুবৃহৎ কলেবরের এই বিশেষ সংখ্যাগুলো উভয় বাংলার বিদগ্ধ পাঠকমহলে ব্যাপকভাবে সমাদৃত হয়।

২০০৬ সালে প্রতিষ্ঠা সম্পাদক মীজানুর রহমান প্রয়াত হলে এই পত্রিকার সম্পাদকের দায়িত্ব লাভ করেন কথাসাহিত্যিক ও অনুবাদক মশিউল আলম। তার সম্পাদনায় ২০০৮ সালে প্রকাশিত হয় সম্পাদক মীজানুর রহমানকে নিয়ে বিশেষ সংখ্যা এবং পরে আরো দুটি সাধারণ সংখ্যা। পত্রিকাটি বর্তমানে অনিয়মিতভাবে প্রকাশিত হয়। এবার মীজানুর রহমানের ত্রৈমাসিক পত্রিকা রুশ লেখক ফিওদর দস্তইয়েফস্কিকে নিয়ে জানুয়ারির শেষে সুবৃহৎ কলেবরে একটি বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। প্রচ্ছদ করেছেন নির্ঝর নৈঃশব্দ্য।