হুসেইন ফজলুল বারী

হুসেইন ফজলুল বারীর জন্ম ১৯৭৮ সালে, কুমিল্লায়। লেখক ও গবেষক। যুক্তরাজ্যের শেফিল্ড বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের পিএইচডি গবেষক। Sage কর্তৃক প্রকাশিত International Review of Victimology-এর সহকারী সম্পাদক। নিয়মিত লিখছেন দেশ-বিদেশের প্রখ্যাত জার্নালে আইন, সমাজ আর অপরাধ নিয়ে গবেষণা-প্রবন্ধ। তবে মূল অনুরাগ সাহিত্যপাঠ। চাকরি, গবেষণা আর নিছক ভ্রমণের নেশায় ঘুরেছেন দুই ডজন দেশ। বিভিন্ন সাময়িকীতে নিয়মিত লিখছেন ভ্রমণ আলেখ্য। সম্প্রতি প্রকাশিত হয়েছে সাহিত্য আর আইনি ইতিহাসের যুগলবন্দী বিলেতি সৌরভ [২০২১]।

 

সাবস্ক্রাইব