কাজল শাহনেওয়াজ

 

কাজল শাহনেওয়াজের জন্ম ১৯৬১ সালে, বিক্রমপুরের লৌহজং থানার দিঘলী গ্রামে। তিনি কবি ও কথাশিল্পী। পড়াশোনা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষি প্রকৌশলে গ্রাজুয়েশন। প্রকাশিত বই: কবিতা ছাঁট কাগজের মলাট [১৯৮৪], জলমগ্ন পাঠশালা [১৯৮৯ ও ২য় সংস্করণ ২০২৩], রহস্য খোলার রেঞ্চ [১৯৯২], আমার শ্বাসমূল [২০০৭], কাঠকয়লায় আঁকা তোমাকে আমার [২০০৯], তালগাছ হাতির বাচ্চা [২০১১], একটা পুরুষ পেপে গাছের প্রস্তাব [২০১৫], একটা ব্যাঙনি আমাকে পিঠে চড়িয়ে ঘুরে বেড়াচ্ছে [২০১৯], কবিতাসমগ্র [২০১৮]। ছোটগল্প কাছিমগালা [১৯৯৩ ও ২য় সংস্করণ ২০২৩], গতকাল লাল [২০০৭], কাছিমগালা ও গতকাল লাল [২০১১], গল্পসমগ্র [২০১৮]। সাক্ষাৎকারগ্রন্থ ঘোড়ার প্রেমপত্র [২০২০]। উপন্যাস শে [২০২১]। পেশা শুরু করেন সেচ প্রকৌশলী হিসাবে, দুই বছর পরে তথ্য প্রযুক্তি। পেশাগত দক্ষতা অর্জন করেন জিওগ্রাফিক ইনফর্মেশন সিস্টেম বিষয়ে।

 

সাবস্ক্রাইব