ফেরদৌস মাহমুদ

 

ফেরদৌস মাহমুদ একজন কবি ও প্রাবন্ধিক। জন্ম ১৯৭৭ সালের ২৩ অক্টোবর, বরিশালের মুলাদী উপজেলায়। তিনি রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর। লেখালেখির শুরু ছাত্রজীবনেই। প্রথম কাব্যগ্রন্থ সাতশো ট্রেন এক যাত্রী [২০০৬]। তাঁর প্রকাশিত কবিতার বই নীল পাগলীর শিস [২০০৯], ছাতিম গাছের গান [২০১২], আগন্তুকের পাঠশালা  [২০১৬], পাখিরা কোথাও অতিথি নয় [২০১৯] আর জীবনীগ্রন্থ সত্যজিৎ রায় [২০০৯]। ছোটদের জন্য লিখেছেন সন্ধ্যা তারার ঝি [ছড়া ও কবিতা: ২০১৬], ছবির খাতায় ফুলের গন্ধ [গল্প: ২০১৭]। নিয়মিত লিখছেন অসংখ্য ছোটকাগজ, পত্র-পত্রিকায়। লিখেছেন টিভি নাটক ও অনুষ্ঠানের গবেষণাপত্র। সম্পাদনা করেছেন একটি জাতীয় দৈনিকের সাহিত্য সাময়িকী সপ্তসিন্ধু। তাঁর বাবা প্রখ্যাত শিশুসাহিত্যিক মাহমুদ উল্লাহ।

 

সাবস্ক্রাইব