স্নিগ্ধা বাউল

 

স্নিগ্ধা বাউল কবি ও শিক্ষক। জন্ম নরসিংদী জেলায়, বাউল পরিবারে। পড়াশোনা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর। ছোটোবেলা থেকেই সাহিত্য তার অনুরাগের বিষয়। পড়তে ভালোবাসেন লিখতে ভালোবাসেন। চারটি কাব্যগ্রন্হ প্রকাশিত হয়েছে স্নিগ্ধা বাউলেররাঙতা কাগজ [২০১৭], শীতের পুরাণ চাদর [২০১৮], মনোলগ জলজ ফুল [২০২২] এবং প্রেমের কবিতা [২০২৩]। এছাড়াও অভিযান পাবলিশার্স প্রকাশ করেছে স্নিগ্ধার সিরিজ কবিতা জখমি ফুলার ঘ্রাণ এবং জখমি ফুলের ঘ্রাণ নগরের রাতে। কবিতার জন্য তিনি মাহবুবুল হক সাহিত্য পুরস্কার লাভ করেছেন। পেশাগত জীবনে স্নিগ্ধা বাউল একজন শিক্ষক।

 

সাবস্ক্রাইব