দেবাশীষ ধর

 

কবি ও গল্পকার। জন্ম ৫ জানুয়ারি ১৯৮৯ সালে, চট্টগ্রামের বোয়ালখালীতে। পড়াশোনা চট্টগ্রাম কলেজ থেকে গণিতে স্নাতকোত্তর। কবিতা দিয়ে সাহিত্য জীবনে প্রবেশ। পাশাপাশি দুটো ছোট পত্রিকা বাঙাল এবং ঘুণপোকা সম্পাদনা করেন। চলচ্চিত্রের উপরও লেখালেখি এবং অনুবাদ করেছেন। নিয়মিত লিখছেন বিভিন্ন লিটলম্যাগে, ওয়েবজিনে। প্রকাশিত বই ফসিলের কারুকাজ [২০১৬, কবিতা], দ্বিতীয় আয়না [২০১৮, কবিতা] এবং কাগজের মৃত্যু [২০২১, কবিতা]। পেশায় শিক্ষক।

 

সাবস্ক্রাইব