প্রতিবিম্ব ও অন্যান্য কবিতা

|| গোপন কান্না ||
গোপন এক কান্না ভেজা কষ্ট আসে কখনো মাঝরাতে
ছেলেবেলার একা দুপুরগুলোতে এরকম কষ্ট হতো
কেউ জানতে পারতো না, কেউ বুঝতেও পারতো না,
উঠোনের ঘাসের ভেতরে কোমল শব্দ টেনে নিয়ে যেত
একরাশ প্রজাপতির সঙ্গীত নৃত্য গোপন কান্না দমাত
কালো পাথরে পায়ের পাতার উপর সরু ডোরাকাটা ছাপ
আমাকে ভীষণ অনুভূতিপ্রবণ করতো।
লিখে রাখা গোপন এক আহাজারি সেই ছোট্ট ডায়েরি
মাঝরাতে পড়ে পড়ে নিজেকে শোনায় নিজের নিঃশ্বাসে
কখনো কেউ পড়ে শোনাবে হয়তো গালিবের প্রেম
চন্দ্রমল্লিকার গহরে শীতল গন্ধে হারিয়ে আহাজারি
তখনো আমাকে স্বপ্নপ্রবণতার বিহলতায় ভরাতো
সেই রাতের ভীষণ চিৎকারে ভেজামাখা গালে ডোরাকাটা চিড়
ঝি ঝি পোকার গোঙানিতে আমার গোপন কান্নারা ভিজে গুড়।
|| দুপুর বন্দনা ||
মেঘজল দুপুরগুলো
জমা হয় স্মৃতিরেখায়
কখনো ভাতঘুমে এলোমেলো
জলের ঘাম ঘুমায়।
গলি হতে গলিতে
সাইরেন বাজে,
মৃত্যুর মিছিল হতে
শুরু হচ্ছে আরেকটি জীবন।
ভরা পূর্ণিমার রাত
চোখজল খুঁজে
ফুরিয়ে যায় বেদনা,
তারপরও জেগে থাকে
তারাদের যন্ত্রণা
সেদিনের অরণ্যঘেরা দুপুরে
ঘটেছিলো ইচ্ছের বন্দনা।
|| সবুজ স্বপ্ন ||
স্মৃতিভ্রষ্ট হলে
হারায় সবুজ স্বপ্ন
বালুমাখা মাটিজলে
শুয়ে থাকা বিকেল
অপেক্ষায় থাকে আরেকবার স্মৃতিভস্মের
লাল গোলাকার অস্তগামী সূর্য
যার অতিবেগুনি রশ্মির প্রগমনে
ভেঙেছে কত হাজারো কোটি স্মৃতিমাখা বিকেল
প্রতিটি বিকেলের রঙ আলাদা তাই ভিন্ন ভিন্ন গল্প
নিয়ে অবচেতন পিপাসায় মেঘ জমিয়ে
স্বপ্নব্যথায় কাঁদে,
স্মৃতিভস্মের ছাইগুলো
মস্তিষ্কর নিউরনে।
কেটে যায় অজস্র বিকেল
আমাদের পূর্বপুরুষের স্বপ্নগুলো
বেঁচে থাকে আমাদের উত্তরোত্তর
প্রেরণামুখ ব্যবচ্ছেদে।
|| প্রতিবিম্ব ||
তোমার খুব কাছাকাছি
মুখের সামনে মুখ
তোমার নিঃশ্বাস
আমার ঠোঁটে
একগাল হাসি
আমরা তখন আরো কাছাকাছি
আরো অনেক
তুমি বহুদূরে
যতদূর চোখ যায়
শেষ সীমানায়
ঝাপসা তুমি একেবারে
আমার অক্ষিগোলক খুঁজে
তুমি তখন আরো দূরে
আরো অনেক...
আমার আর তোমার মাঝে
নেই কোন প্রতিবন্ধক
আমার আর তোমার মাঝে
তৈরি হচ্ছে তোমার প্রতিবিম্ব
আমার আর তোমার মাঝে
তৈরি হচ্ছে আমার প্রতিবিম্ব
আমার প্রতিবিম্ব
তোমার প্রতিবিম্ব
দুজনে খুব কাছাকাছি
দুজনে খুব জড়াজড়ি
আমার প্রতিবিম্বের পেছনে আমি
তোমার প্রতিবিম্বের পেছনে তুমি
আমি আর তুমি স্থির হয়ে থাকি
আমরা কেউ আমাদের জায়গা থেকে নড়ছি না
কেবল আমাদের প্রতিবিম্ব আমাদের প্রতিনিধিত্ব করছে।
আপনার মন্তব্য প্রদান করুন