গল্পকার ও গবেষক। জন্ম ২৯ জুন ১৯৮১ সালে; ফেনীর সোনাগাজীতে। পড়াশোনা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর। একই বিশ্ববিদ্যালয় থেকে মাহমুদুল হকের উপন্যাস নিয়ে এমফিল করেছেন, জ্যোতিরিন্দ্র নন্দীর গল্প নিয়ে গবেষণা করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি অর্জন করেছেন। প্রকাশিত গল্পগ্রন্থ দুটি—লালবেজি [২০১৯] ও জলভ্রমি [২০২২]। সম্পাদিত গ্রন্থ—শালবনের গান [২০১৯]। গল্পের জন্য পেয়েছেন ‘কালি ও কলম তরুণ লেখক পুরস্কার (২০১৯)’। বর্তমানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে সহযোগী অধ্যাপক হিশেবে কর্মরত।