তুষার আবদুল্লাহ

 

সাহিত্যিক ও সাংবাদিক। জন্ম ১৯৭৩ সালের ১৫ জুলাই, ঢাকায়। পৈতৃক নিবাস ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার খাগাতুয়া গ্রামে। সাংবাদিকতা  শুরু ১৯৯০ সালে। আট বছর পত্রিকায় রিপোর্টিংয়ের সঙ্গে যুক্ত থেকে, ১৯৯৯ সালে টিভি সাংবাদিকতার শুরু। প্রথম বই তোমাদের প্রিয়জন [১৯৯৬]। নারী ভাষা সংগ্রামীদের নিয়ে গবেষণা গ্রন্থভাষা কন্যা [১৯৯৭]। গল্প, কবিতা, উপন্যাস, চিত্রনাট্য, গান ও শিশুতোষ রচনাসহ মোট প্রকাশিত গ্রন্থ ৬৮টি। এর মধ্যে সাংবাদিকতা বিষয়ক গ্রন্থ ২৩টি। শিশু কিশোর ও তারুণ্যের মধ্যে বই পাঠের অভ্যাস জিইয়ে রাখতে কাজ করছেন কৈশোর তারুণ্যে বই ট্রাস্টে। বর্তমানে ট্রাস্টের সভাপতি তিনি।

 

সাবস্ক্রাইব