কবি ও মুক্ত গদ্যকার। জন্ম ১২ অক্টোবর, ঢাকায়। শৈশব-কৈশোর বেড়ে ওঠা শহরে। লেখালেখির শুরু স্কুল জীবনে। তারপর ব্লগ, বিভিন্ন ছোটকাগজ ও পত্রিকায় লেখা প্রকাশিত হয়। প্রথম বই ঘুমপত্র (২০১৮)। কর্মজীবনের এক অংশ কাটিয়েছেন বেসরকারি রেডিওতে প্রযোজক ও উপস্থাপক হিসেবে। বর্তমানে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত।