শিবানী কর্মকার

 

কবি ও দৃশ্য শিল্পী। বেড়ে ওঠা নারায়ণগঞ্জে। পড়াশোনা করেছেন ড্রয়িং এন্ড পেইন্টিং-এ। সাংস্কৃতিক সংগঠন ও থিয়েটার কর্মী হিসেবে যুক্ত ছিলেন বেশ কিছুদিন। পেইন্টিং ছাড়াও চারুকলার নানা মাধ্যমে কাজ করছেন তিনি। শিল্প সমালোচনা লিখেছেন চিত্রম, প্রথম আলো, বণিক বার্তা, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড ও কলকাতার নান্দনিক সময় পত্রিকায়। থিয়েটার নিয়েও লেখালেখি করেন তিনি। নিয়মিত কবিতা লিখছেন বিভিন্ন পত্র-পত্রিকায়। বর্তমানে বসবাস করেন ঢাকায়।

 

যোগাযোগ

সাবস্ক্রাইব