বইয়ের নাম ‘পুঁজির বিশ্বযাত্রা’

অ+ অ-

 

সংহতি প্রকাশ করেছে অর্থনীতিবিদ ও লেখক আনু মুহাম্মদের পুঁজির বিশ্বযাত্রা। পাঁচটি ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে বইটি সাজানো হয়েছে। তবে বইয়ের কেন্দ্রে আছে পুঁজিবাদী সমাজ ব্যবস্থার সমালোচনা, বাংলায় কার্ল মার্কস অধ্যয়নের পর্যালোচনা, মুজফ্ফর আহমদের লড়াই-সংগ্রামের আখ্যান ও সমাজ রূপান্তরের প্রশ্ন খোঁজা। প্রায় চার দশকেরও বেশি সময় ধরে আনু মুহাম্মদ তাঁর পর্যবেক্ষণ ও বিশ্লেষণের ধারাবাহিকতায় একদিকে যেমন বর্তমান সময়ের প্রবণতাকে ব্যাখ্যা করেছেন, তেমনি একইসাথে এর বিরুদ্ধে বিভিন্ন দেশেবিশেষত বাংলাদেশে জনগণের লড়াইয়ের বিভিন্ন মত, চিন্তা ও তর্কের নানা অভিজ্ঞতারও পর্যালোচনা করেছেন কয়েকটি প্রবন্ধে।

লেখক বইয়ের মূল প্রবন্ধে পুঁজিবাদী অর্থনীতির বৈশ্বিক ও দেশীয় প্রভাব ও তার ফলাফল বিশ্লেষণ হাজির করেছেন। বলেছেন, পুঁজিবাদ অনেকগুলো মডেলের ভেতর দিয়ে বিকশিত হয়েছে। পুঁজির বহুরৈখিকতার কারণে ব্যক্তি মানুষের মেধা, মনন থেকে তার বস্তুগত জীবন, প্রাণ-প্রকৃতিসহ সকল কিছুই বাজার উপযোগী করে নেয়। ফলে একচেটিয়া পুঁজিবাদ ও সাম্রাজ্যবাদের বিকাশ ঘটে। লেখক বলছেন, এর থেকে মুক্তির উপায় নির্ভর করবে মানুষের সংঘটিত ভূমিকার পর। না হলে গোটা মানবজাতির অস্তিত্বকেই অসম্ভব করে তুলবে।       

পুঁজির বিশ্বযাত্রা গ্রন্থের মূল উপজীব্য পুঁজিবাদের বিশ্বযাত্রার ব্যাকরণ, পরিণতি এবং সম্ভাব্য ভবিষ্যৎ যাত্রাপথের বিশ্লেষণ। একই সঙ্গে তিনি বাংলাদেশসহ পৃথিবীর সর্বত্রই আর্থিক ব্যবস্থার ধস, বৈষম্য ও দারিদ্র্যের অতি বৃদ্ধি, প্রাণ-প্রকৃতি ও পরিবেশের বিপর্যয় এবং যুদ্ধ, সহিংসতা, জাতি-ধর্ম-বিদ্বেষী ও জনতুষ্টিবাদী রাজনীতির প্রভাব বৃদ্ধি, ভাষা ও সংস্কৃতি থেকে সর্বজনের বিচ্ছিন্নতার অন্তর্নিহিত যোগসূত্র অনুসন্ধান করেছেন। বইটি বর্তমান সময়কে বুঝতে এবং একে রূপান্তরে আগ্রহী সকলকেই নতুনভাবে উদ্বুদ্ধ করবে। প্রচ্ছদ করেছেন শিল্পী নির্ঝর নৈঃশব্দ্য। দাম রাখা হয়েছে ৩৫০ টাকা।