কয়েকজন অর্ধেক মানুষের গল্প
চন্দ্রবিন্দু থেকে প্রকাশিত হয়েছে কবি ও কথাসাহিত্যিক রাসেল রায়হানের প্রথম গল্পগ্রন্থ কয়েকজন অর্ধেক মানুষ। বইটিতে মোট নয়টি গল্প আছে। অধিকাংশ গল্পই ছিল জীবন ঘনিষ্ঠ। বাস্তবতা নির্ভর। গল্পগুলো মৃত্যুর এবং জীবনের; নিরাশার এবং আশার; ঘৃণার এবং তীব্র ভালোবাসার। প্রথম গল্পের শিরোনাম পেন্ডুলাম। এক কিশোরের গল্প, যে কান ধরে উঠবস করতে দেখছে নিজের পৃথুলা মাকে। সে জানেও না, কেন মায়ের এই শাস্তি। তার কাজ শুধু গোনা!
দ্বিতীয় গল্পের শিরোনাম শুভ মৃত্যুদিন। এক যুবক একদিন ঘোষণা দেয়, নিজের মৃত্যুদিন পালন করবে। কিন্তু প্রথম মৃত্যুদিন ঘনিয়ে আসার আগেই সে আকুল হয়ে ওঠে বাঁচার জন্য। এই বেচে থাকার তাগিদ তাকে মৃত্য সম্পর্কে নতুন উপলব্ধি দেয়।
নয়টি গল্পের প্রতিটিতেই মানবজীবনের জটিলতা ও ক্ষুদ্র ক্ষুদ্র আবেগ-উপলব্ধি নিয়ে লেখক নিজস্ব দর্শনে সহজ ভাষায় ফুটিয়ে তুলেছেন। কোথাও সমাজ-বাস্তবতা, আবার কোথাও ব্যক্তিগত ভাবাবেগকে কেন্দ্র করে গল্পগুলোর কাঠামো গড়ে উঠেছে। প্রতিটি গল্প পড়লে পরিপূর্ণ গল্পের স্বাদ পাওয়া যাবে। কয়েকজন অর্ধেক মানুষ-এর প্রচ্ছদ করেছেন শিল্পী রাজীব দত্ত। বইটির দাম রাখা হয়েছে ২৬০ টাকা।
আপনার মন্তব্য প্রদান করুন